স্টার্টআপ জাদুঃ বিনিয়োগকারী ও উদ্যোক্তার সম্পর্ক - পর্ব ১
৫। ভালো মন্দ সব শেয়ার করুনঃ
একজন বিনিয়োগকারী আপনার দৈনন্দিন ব্যবসাহিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।বরং তিনি মাসিক বা বিশেষ সভায় আপনার কাছ থেকে বিজনেস আপডেট আশা করবেন। আপনার স্টার্ট আপের ভালো , মন্দ নিয়মিত তাঁকে জানান।নিজের ফেইলরের জন্য নিজের ব্যর্থতা শিকার করুন ।
৬। প্রয়োজনে পেশাদার মেন্টর নির্বাচন করুন
আপনার বিনিয়োগকারী আপনার বিজিনেস মেন্টর হতে পারেন। কিন্তু সেখানে আপনাদের বিনিয়োগকারী ও উদ্যোগতা সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা থাকে। এমন পরিস্থিতিতে পেশাদার স্টার্ট আপ মেন্টর নির্বাচন করুন এবং নিয়মিত তাঁর কনসালটেন্সি নেন।
৭। বিনিয়োগকারীদের বিশ্বাস অর্জন করুন
বিনিয়োগকারীর সাথে আপনার ডিল ও কমিটমেন্ট এর হিসাবটা এমন জায়গায় নিয়ে যান যেন সে বিনিয়োগ করে এবং ভুলে যায়। এতে আপনার স্টার্ট এর প্রসার ও বিস্তারের বিভিন্ন স্টেজে বাড়তি বিনিয়োগের প্রয়োজন হলে আপনার বিনিয়োগ কারী নিজেই আপনার ডাকে সাড়া দেবে।
লক্ষ্য রাখুন আপনার বিনিয়োগকারী যেন নিজেকে একজন ঋণদাতা এবং আপনাকে ঋণ গ্রহিতা মনে না করেন।বিনিয়োগকারীর সাথে আপনার সম্পর্ক হবে প্রত্যক্ষ ও পরোক্ষ স্বপ্নদ্রষ্টা। একই স্বপ্নের সামনে ও পেছনের কাতারের স্বপ্নদ্রস্টা।তবেই আপনার স্টার্ট আপ স্মুদলি এগিয়ে যাবে।
Startup
Virtual Assistants 365
Inspiration
উদ্যোক্তা ও ব্র্যান্ডিং
Startup
Virtual Assistants 365