একজন বিনিয়োগকারী পণ্যের মান উন্নয়ণের চেয়ে লভ্যাংশের হার বাড়াতে বেশি পছন্দ করেন। বিনিয়োগকারী বিনিয়োগের আগেই বুঝতে চান একটি স্টার্টআপ একটি নির্দিষ্ট সময়ে বিনিয়োগকারীকে আর্থিক লাভ দেখাতে সক্ষম কিনা। অন্যদিকে অর্থনীতিবিদরা মনে করেন যে অর্থনীতিতে উদ্যোক্তার ভূমিকা হল প্রচলিত শিল্প ও পন্থা বাদ দিয়ে নতুন শিল্প গড়ে তোলা ও নতুন ব্যবসায়িক আইডিয়া প্রতিষ্ঠিত করা।একজন উদ্যোক্তা জন্য নতুন বাণিজ্যিক আইডিয়াকে প্রতিষ্ঠিত করা এবং আর্থিক লাভের হারকে ত্বরান্বিত করা বিশাল চ্যালেঞ্জ।সেই চ্যালেঞ্জ মোকাবেলায় উদোগতা ও বিনিয়োগকারীর সম্পর্ক ভাইটাল ভুমিকা রাখে।
উদ্যোক্তা তাঁর মানবিক, আর্থিক এবং বস্তুগত সম্পদ ও সুযোগকে বিনিয়োগ করেন। উদ্যোক্তা ম্যানেজার হিসাবে কাজ করেন।স্টার্ট আপ এর প্রবর্তন, তত্ত্বাবধান,বিস্তার ও ভিত্তি মজবুত করতে প্রয়োজন বাড়তি বিনিয়োগ। অপরদিকে বিনিয়োগকারীর চাই আর্থিক লাভ।এতে বিনিয়োগকারী ও উদ্যোগতার পারস্পরিক বিরোধী অবস্থান স্টার্ট আপের টানাপোড়েন সৃষ্টি করে। বিনিয়োগ কারী ও উদ্যোগতার স্বচ্ছ ও হৃদ্যতাপূর্ণ সম্পর্কই পারে এই টানাপোড়েনকে ওভারকাম করতে।
গ্লোবাল বিজনেস মিরর খ্যাত বিজনেস ইনসাইডার বলছে বিনিয়োগকারী ও উদ্যোগতার সম্পর্কের স্বচ্ছতার অভাবে ৪৭% স্টার্ট আপ এক বছরের মাথায় অস্তিত্বের সংকটে পড়ে এবং তিন বছরের মাথায় বিলীন হয়ে যায়।তাই স্টার্ট আপ স্পেশালিস্ট গিডন কিমব্রেল উদ্যোক্তা ও বিনিয়োগকারীর সম্পর্ককে স্টার্ট আপ সফলতার জাদু হিসেবে চিহ্নিত করেছেন। তিনি স্টার্ট আপে বিনিয়োগকারী ও উদ্যোক্তার সম্পর্ক উন্নয়নে সাতটি টিপস দিয়েছেন।
১। বিনিয়োগকারী নির্বাচনে তিন শর্তঃ
আপনি আপনার স্টার্ট আপে বিনিয়োগকারী নির্বাচনে তিনটি বিষয় লক্ষ্য করুন। শুরুতেই বিনিয়োগকারীকে প্রাপ্য লভ্যাংশ এবং শেয়ার নয়।বিনিয়োগকারীক এই বিষয়ে অবগত করুন যে আপনার স্টার্ট আপ প্রথম বছরেই আপনাকে কাঙ্ক্ষিত আর্থিক লাভ দেবে না। বিনিয়োগকারী সম্পর্কে আপনি স্পষ্ট ধারণা রাখুন। আপনার বিজনেস সেক্টর সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ব্যক্তিকে বিনিয়োগকারী নির্বাচন করবেন না।স্টার্ট আপে বিনিয়োগকারীর সাথে আর্থিক লাভের যেই হিসাবই থাকুক না কেন নিজের শ্রম ও সময়ের বিপরীতে নিজেকে বেতন ভুক্ত করে নিন।
২। বিনিয়োগকারী যেন আপনার স্টার্ট আপ এর প্রতি যত্নশীল হন
বিনিয়োগকারী শুধু আপনাকে অর্থ দেবে এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক লাভ নেবে এমন সম্পর্ক যেন না হয়। বরং বনিয়োগকারীকে স্টার্ট আপ এর তত্বাবধায়কের আসনে বসান। তিনি বিজনেস অপারেশন না করলেও নির্দিষ্ট সময় পর পর সকল আপডেট পাবেন এবং নিজের মতামত প্রকাশ করবেন।এতে তিনি নিজের বিনিয়োগকৃত অর্থ ও স্টার্ট আপের প্রতি যত্নশীল হবেন।
৩। আপনার সম্পর্কে বিনিয়োগকারীকে স্বচ্ছ ধারণা দিন
একজন বিনিয়োগকারী শুধু আপনার আইডিয়ার পিছনে বিনিয়োগ করছেন না। তিনি মূলত আপনার পিছনে বিনিয়োগ করছেন। তাই বিনিয়োগকারীকে আপনার টার্গেট , কর্ম পদ্ধতি এবং ব্যক্তি জীবন সম্পর্কে স্বচ্ছ ধারনা দিন।
৪। বিনিয়োগকারীকে বিজনেস গোল সম্পর্কে অবহিত করুন
বছর বছর কতোটুকু লক্ষ্য অর্জন করতে আপনার স্টার্ট আপ সক্ষম হবে তা একজন উদ্যোক্তা হিসেবে আপনাকে ক্যালকুলেট করতে হবে এবং আপনার নির্ধারিত লক্ষ্য ও লক্ষ্য অর্জনে আপনার স্টার্ট আপ এর শক্তি , ঝুকি ও বাঁধা সম্পর্কে বিনিয়োগকারীকে অবহিত করুন। এতে অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবোঝি দূর হবে।
আর্টিকেল এর পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন।
Startup
Virtual Assistants 365
Inspiration
উদ্যোক্তা ও ব্র্যান্ডিং
Startup
Virtual Assistants 365