IKIGAI: হাজার বছরের পুরনো একটি জাপানিজ কনসেপ্ট রয়েছে যেটার নাম ইকিগাই - IKIGAI
ইকিগাই একটি জাপানি ধারণা যার অর্থ “আপনার হওয়ার কারণ”। জাপানি ভাষায় 'ইকি' মানে 'জীবন' এবং 'গাই' মানে মূল্য বা মূল্যকে বর্ণনা করে। আপনার ইকিগাই আপনার জীবনের উদ্দেশ্য বা আপনার আনন্দ। এটিই আপনাকে আনন্দ দেয় এবং প্রতিদিন বিছানা থেকে উঠতে অনুপ্রাণিত করে।
ইকিগাই কে যদি একেবারে আমাদের খাস বাংলাতে অনুবাদ করা হয় তাহলে দাঁড়ায় "বেচে থাকার মানে"।
এই ikigai কনসেপ্ট টার উৎপত্তি জাপানের ওকিনাওয়া আইল্যান্ডে এবং ওকিনাওয়া আইল্যান্ডই হল সেই আইল্যান্ড যেখানে বিশ্বের সবথেকে বেশি ১০০ বছরের বেশি বয়স্ক লোকেরা বসবাস করেন।
আর সবথেকে বড় কথা এই আইল্যান্ডের লোকেরা কখনো রিটায়ার করেন নাহ।
যতদিন তাদের শরীর চলছে, ততদিন অব্দি তারা তাদের ইকিগাই ফলো করতে থাকেন।
রিসার্চারদের মতে, এখানকার লোকেদের এতো লম্বা আয়ুর পেছনে ইকিগাই এর একটা বিরাট ভূমিকা রয়েছে।
তো এই কনসেপ্টের কার্যকারিতা সম্পর্কে অন্তত কোন রকমের সন্দেহ নেই।
এই ইকিগাই কনসেপ্টটা কাজে লাগিয়ে আপনিও খুব সহজেই বুঝতে পারবেন কোন ক্যারিয়ার টা আপনার জন্য সঠিক হবে আর কোন ক্যারিয়ার টা একেবারেই ভুল।
তো সবার আগে এই ইকিগাই কনসেপ্টটা বুঝে নেওয়া যাক
এই যে দেখতে পাচ্ছেন ৪টি সার্কেল। এর মধ্যে হলুদ রঙের সার্কেলটি রিপ্রেজেন্ট করছে "হোয়াট ইউ লাভ", অর্থাৎ যেসমস্ত কাজগুলো করতে আপনি ভালোবাসেন কিংবা যেসব কাজ করতে ভালো লাগে, কোন বিরক্ত লাগেনা বা ভাল্লাগেনা টাইপ না।
সবুজ রঙের সার্কেলটি রিপ্রেজেন্ট করছে "হোয়াট ইউ আর গুড এট", অর্থাৎ কোন কোন কাজে আপনি দক্ষ কিংবা পারদর্শী (শুধু নিজের মনে হওয়ার পাশাপাশি অন্যদেরও মতে পারদর্শী হলে বেটার)।
আকাশী রঙের সার্কেলটি রিপ্রেজেন্ট করছে " হোয়াট ইউ ক্যান বি পেইড ফর", অর্থাৎ কোন কোন কাজের মাধ্যমে আপনি টাকা উপার্জন (ইনকাম / রোজগার) করতে পারবেন।
গোলাপি রঙের সার্কেলটি রিপ্রেজেন্ট করছে "হোয়াট দ্যা ওয়ার্ল্ড নিডস", অর্থাৎ এই পৃথিবীর কোন কাজটি দরকারি কিংবা পৃথিবীতে কোন কাজটির চাহিদা আছে (আপনার নিজের মতের পাশাপাশি অন্য বিশেষজ্ঞদের বা রিসার্চারদের মতে হলে বেটার)
এবার যে কাজগুলো করতে আপনার ভালো লাগে এবং অন্যদের মতে আপনি পারদর্শী হোন, তাহলে সেই কাজগুলোকে বলা হবে আপনার প্যাশন।
তারপর যে কাজগুলোতে আপনি অন্যদের মতে পারদর্শী এবং সেই কাজগুলোর মাধ্যমে আপনি যদি টাকা উপার্জন করতে পারেন তাহলে সেই কাজগুলোকে বলা হবে আপনার প্রোফেশন।
এরপর যে কাজগুলোর জন্য আপনি টাকা উপার্জন করতে পারবেন এবং আপনার মতে যদি এই পৃথিবীতে সেই কাজগুলো হওয়াটা অনেক দরকারি মনে হয় তাহলে সেই কাজগুলোকে বলা হবে আপনার ভোকেশন।
আর যে কাজগুলো হওয়াটা এই পৃথিবীতে দরকার বলে আপনার মনে হয় এবং সেই কাজগুলো করতে আপনার ভালোও লাগে তাহলে সেই কাজগুলোকে বলা হবে আপনার মিশন।
এবার ধরুন এমন কোন কাজ যদি এর মধ্যে থাকে যে কাজটি করতে ১. আপনার ভালো লাগে + ২. যে কাজটিতে অন্যদের মতে আপনি পারদর্শী + ৩. যে কাজটি করে টাকা উপার্জন করা সম্ভব + ৪. যে কাজটি করা আপনার মতে এই পৃথিবীতে এখন অত্যন্ত দরকারি বা জরুরি তাহলে সেই কাজটিকেই বলা হবে আপনার "ইকিগাই"।
এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইকিগাই কনসেপ্টটা আসলে কি? এবং কিভাবে নিজের ইকিগাই খুঁজে বের করতে হয়?
তো চলুন এবার আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি কিভাবে একটি রিয়েল-লাইফ ইকিগাই বের করে নিজের ক্যারিয়ারের ডিসিশন মেকিং করতে হয়।
উদাহরণস্বরূপ আমার নিজের ইকিগাই উদ্যোক্তাগিরি'র (Uddoktagiri) কথাই বলা যাক, এবার আমরা ইকিগাই কনসেপ্ট অনুযায়ী সেটা যাচাই করে দেখবো।
আমি যখন উদ্যোক্তাগিরি কে ক্যারিয়ারের জন্য সিলেক্ট করি তখন আমি গভীরভাবে প্রায় ৬ মাস ভেবে ও কাজ করে টেস্ট করে দেখেছি যে ১. এই কাজটি করতে আমি ভালোবাসি আই মিন এই কাজটির প্রতি আমার ভালোলাগা কাজ করে ব্যাপক অন্য কাজগুলোর তুলনায় কারণ উদ্যোক্তাদের সাথে উদ্যোগ রিলেটেড বিভিন্ন কমপ্লেক্স প্রব্লেম সলভিং, ক্রিয়েটিভিটি, স্ট্র্যাটিজি তৈরি, ইমাজিনেশন, ইনোভেশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ও রিলেভ্যান্ট কাজগুলো আমি এঞ্জয় করি + ২. এই কাজটি করতে আমি যথেষ্ট দক্ষ ও পারদর্শী কারণ আমি পড়ালেখা করে এবং ছোটখাটো কিছু উদ্যোগের সাথে প্রত্যক্ষভাবে কাজ করে যথেষ্ট পরিমাণ ডোমেইন নলেজ গেদার ও প্রয়োজনীয় সকল হার্ড ও সফট স্কিল ডেভেলপমেন্ট করেছি + ৩. এই কাজটি করে আমি উপার্জন করতে পারছি কারণ মানুষ যথেষ্ট পরিমাণ মূল্য পেইড করে এই সার্ভিস আমার কাছ থেকে নিতে আগ্রহী + ৪. এই কাজটি অত্যন্ত জরুরি কারণ উদ্যোক্তাদের এমন একটি প্ল্যাটফর্মের অভাব রয়েছে যেখানে তারা তাদের সকল প্রকারের সাপোর্ট একজায়গা থেকেই পাবে এবং উদ্যোক্তাগিরি'র মিশন ভিশন হল উদ্যোক্তাদের বিভিন্ন রিসোর্সের ঘাটতি পূরণ করে উদ্যোক্তা তৈরি করতে ও বিজনেস ডেভেলপমেন্ট এ সাহায্য করা এবং ফলশ্রুতিতে বিপুল পরিমাণ কর্মসংস্থান বা চাকরি সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যার সমাধান করা।
তার মানে আমার ক্ষেত্রে ইকুয়েশনটা দাঁড়ালো এমনঃ উদ্যোক্তাগিরি – প্যাশন + প্রোফেশন + ভোকেশন + মিশন = ইকিগাই
এভাবেই আমি আমার ইকিগাই খুঁজে পেয়েছিলাম, আপনার ক্ষেত্রেও আশা করি এই ফর্মুলাটি নিশ্চয়ই কাজে দিবে আপনার ইকিগাই খুঁজে বের করতে।
তবে ইকিগাই খুঁজে পেতে কিন্তু যথেষ্ট সময় লাগে সেই বিষয়টিও মাথায় রাখতে হবে কেননা আপনি ১৫/২০ তম বছর বয়সেই হয়তোবা বুঝে উঠতে পারবেন না যে একাধারে কোন কাজটির পৃথিবীতে দরকার, কোন কাজটিতে আপনি দক্ষ, কোন কাজটি করতে আপনার ভালো লাগে বেশি, এবং কোন কাজটি করলে আপনি ভালো পরিমাণ উপার্জনও করতে পারবেন!
যেমন আমি আমার পারসোনাল ইকিগাই খুঁজে পেয়েছি ২২ বছর বয়সে যে আমি প্রযুক্তি উদ্যোক্তা হতে চাই। তারই ধারাবাহিকতায় আমি কাজ করছি উদ্যোক্তাগিরি নিয়ে যেটার মাধ্যমে আমি বিভিন্ন স্টার্টআপ ও এসএমই উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ আইটি ও কনসাল্টেন্সি সার্ভিস ভিন্নভাবে প্রোভাইড করি।
এই উদ্যোক্তাগিরি করেই আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের ইনোভেশন ফান্ড প্রকল্প থেকে সিলেক্টেড হয়ে ইনোভেশন হিসেবে জাতীয় স্বীকৃতি পেয়েছি এবং গ্রান্ট হিসেবে কিছু টাকাও পেয়েছি পুরষ্কার স্বরুপ ২০১৮ সালে।
এছাড়াও আমি বাংলাদেশের প্রযুক্তি সেক্টরের সবচেয়ে বড় পুরষ্কার "ন্যাশনাল আইসিটি এওয়ার্ডস" তথা জাতীয় তথ্যপ্রযুক্তি পুরষ্কার পেয়েছি ২০১৯ সালে বেসিস (বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস - BASIS) এর আয়োজনে এবং বেসিস থেকে সার্টিফিকেটও পেয়েছি আমার ক্যাটেগরিতে অবদানের স্বীকৃতিস্বরূপ।
এবং সবথেকে বড় কথা হল আমি উদ্যোক্তাগিরি করতে এঞ্জয় করি যা আমাকে বেচে থাকার একটা মানে দেয় আই মিন উদ্যোক্তাগিরি'র মাঝে আমি আমার জীবনের উদ্দেশ্য (পারপোজ অব লাইফ) খুঁজে পাই যা আমাকে মজা দেয় ও প্রতিদিন বিছানা থেকে প্রিয় ঘুম ছেড়ে উঠে কাজ করার অনুপ্রেরণা দেয়!
তার মানে যদি আপনি একটি হ্যাপি ফুলফিল লাইফ লিড করতে চান, তাহলে আপনাকে আপনার ইকিগাই খুঁজে বের করতেই হবে।
তাহলে আর দেরি না করে এখন থেকেই খুঁজা শুরু করে দিন আপনার ইকিগাই।
#ikigai #purpose #purposeoflife #career #goalsetting #aim #aiminlife
Inspiration
উদ্যোক্তা ও ব্র্যান্ডিং
Inspiration
খুব সহজেই আপনার জীবনের ikigai খুঁজে বের করুন?
Inspiration
উদ্যোক্তা ও ব্র্যান্ডিং
Inspiration
খুব সহজেই আপনার জীবনের ikigai খুঁজে বের করুন?
Inspiration
10 Books To Read For Entrepreneurs