বাংলাদেশ বুর্যো অব স্ট্যাটিস্টিকস এর ২০১৬ এর তথ্যমতে, বিশ্বের বেকারত্ব জাতিগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১২ তম এবং বেকারত্ব এর গড় হার ৪.১০% যার মধ্যে ৪৭% শিক্ষিত বেকার! তার মধ্যে ১৪.২৭% ডাক্তার এবং ইঞ্জিনিয়ার! অনার্স/ মাস্টার্স পড়ুয়াদের মধ্যে বেকারত্ব এর হার ১৬.৪০%, অথচ দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের মধ্যে বেকারত্ব এর হার ৭.৫০%
সাম্প্রতিক তথ্যমতে, প্রতি বছর প্রায় ২.৫ লাখ গ্রাজুয়েট বের হচ্ছে বিভিন্ন সরকারি - বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এবং এর মধ্যে বেকারত্ব এর হার প্রায় ৫০% +!
আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার নাজুক অবস্থা এটা আমরা মোটামুটি সবাই জানি! শিক্ষা ব্যবস্থার অবশ্যই পরিবর্তন জরুরী। আমরা অনেকেই কোন না কোন কারণ দেখিয়ে এই বেকারত্ব এর জন্য দেশের শিক্ষা প্রতিষ্ঠান বা সরকার কিংবা শিক্ষার্থীর উপর দোষ চাপিয়ে দেই! সেখানে হয়তবা কোন যুক্তি আছে কিন্তু সমাধান নেই! আসলে কোন কিছুর উপর সম্পূর্ণ দোষ চাপিয়ে দেওয়া যায় না! দোষ না চাপিয়ে বরং আমাদের বিদ্যমান সমস্যার সমাধান নিয়ে কাজ করতে হবে যে যার জায়গা থেকে। আর বেকার সারাজীবন বেকারই থাকবে যদি না তারা অন্য কোন বিকল্প খুঁজে বের করে! লাখ/কোটি বেকার বসে আছে কয়েক শ/হাজার চাকরি পাবার আশায়! যেখানে খালি চোখেই দেখা যাচ্ছে চাকরির হাহাকার, সেখানে ডিগ্রিধারী হয়ে আত্ন-উপলব্ধি না হয়ে চুপচাপ শুধু চাকরির জন্য হা করে বসে থাকা কিন্তু বেমানান! আমার বেকার ভাই/ বোনেরা মনে রাখবেন, আপনার ক্যারিয়ার আপনাকেই গড়ে নিতে হবে, এখনই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার।
আমাদের যথেষ্ট পরিমাণ শিক্ষিত তরুণ রয়েছে, এখন শুধু প্রয়োজন কর্মসংস্থান এর ক্ষেত্রে একটু ভিন্ন আংগিকে কাজ করার! এক্ষেত্রে আমাদের পরিবার (মূলত পিতামাতা) একটি ভিন্নধর্মী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। যেমন: আমাদের সমাজে বেশিরভাগ পরিবার চায় উনাদের সন্তান পড়ালেখা করে চাকরি করবে! কোন সন্তান যদি উদ্যোক্তা হতে চায় বা কোন ব্যবসা করতে চায়, তখন গার্জিয়ানরা বেশিরভাগ ক্ষেত্রে না বলেন! কারণ উনারা সন্তানদের অনেক বেশি ভালোবাসেন এটা আমরা জানি, সেকারণেই উনারা চান যেন সন্তান সিকিউরড/ নিরাপদ কোন চাকরি বেছে নেয় যেখানে কোন রিস্ক নেই! দুঃখজনক হলেও সত্য যেখানে আমাদের নিশ্বাস এরই কোন বিশ্বাস নেই, সেখানে কিভাবে কোন উদ্যোগ/ব্যবসা/চাকরি নিরাপদ হবে!?! এইটুকু বাস্তবতা বুঝার জন্য সকলের তরফ থেকে আমি আমাদের গার্জিয়ানদের প্রতি সবিনয় নিবেদন জানাচ্ছি, দয়া করে আপনারা একবারের জন্য হলেও আপনাদের সন্তানদের মনের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত ইচ্ছাটি ব্যক্ত করার একটি সুযোগ দিবেন। যেন সে তার পছন্দের পেশায় গিয়ে বেষ্ট পারফর্মেন্স টি দিতে পারে। কারণ যেখানে ভালোলাগা/ ভালোবাসা থাকে, সেই কাজের পারফর্মেন্স সবসময়ই বেষ্ট হয়। আর পারফর্মেন্স বেষ্ট হলে সে সফল হবে নিশ্চিত। যেখানে আমরা দেখতেই পাচ্ছি চাকরির বাজার অপ্রতুল, সেখানে একটু ভিন্নধর্মী চিন্তা ভাবনাই কেবল পারে এই সমস্যার সমাধান নিয়ে আসতে।
ধীরে ধীরে বেকার সমস্যা সমাধান করার উদ্দেশ্য নিয়েই আমরা Uddoktagiri(উদ্যোক্তাগিরি) নিয়ে কাজ শুরু করেছি যেটার মূল লক্ষ্যই হল শিক্ষিত উদ্যোক্তা তৈরি করে অন্যদের জন্য চাকরির সুযোগ তৈরি করা।
এখন সময় এসেছে শিক্ষিত উদ্যোক্তা /ব্যবসায়ী হওয়ার! লোকে বলে, ব্যবসাই যদি করবা তাহলে পড়ালেখা করার কি দরকার ছিল! আমি বলি, পড়ালেখা করা দরকার আত্ন-উপলব্ধি হওয়ার জন্য, পরিবেশ- পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা হওয়ার জন্য, স্বশিক্ষিত হওয়ার জন্য, নিজের ক্যারিয়ারের চয়েস/ সিদ্ধান্ত নিজে নেওয়ার জন্য। শিক্ষিত হওয়ার মানে শুধু এটা না যে আপনাকে চাকরিই করতে হবে, শিক্ষিত হওয়ার মানে পড়ে, বুঝে, শুনে, এবং দেখে নিজের ভালো বুঝে নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা, আসত্তির (যেটাকে আমরা বলি স্বপ্ন/ ড্রিম) বাস্তবরুপ প্রদান করা।
এখন প্রশ্ন উঠতে পারে সবাই উদ্যোক্তা হলে চাকরি করবে কে? উত্তর খুব সিম্পল, কারণ সবার উদ্যোক্তা হওয়ার ড্রিম নেই! হয়তবা সবাই অন্ট্রাপ্রেনার হবে না কিন্তু তার ইন্ট্রাপ্রেনার হওয়ার একটি সুযোগ সবসময় থেকেই যায় যেটা চাকরিরত অবস্থায় ঐ কোম্পানির জন্যই সে করতে পারে।
অন্যদিকে আরেকটি প্রশ্ন মনে দোলা দিতে পারে, উদ্যোক্তাগিরি'র মাধ্যমে কিভাবে বেকার সমস্যার সমাধান হবে? এটার উত্তর ও খুব সিম্পল! একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই, যেমন: একজন উদ্যোক্তা তৈরি হলে সেখানে আরও ৫/১০/২০/৫০/১০০ + জনের চাকরির সুযোগ সৃষ্টি হবে। এভাবে ধীরে ধীরে যাদেরকে আজকে অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করে বেকার বলা হয়, আমার সেই বেকার ভাই/বোনরাই একদিন বাংলাদেশের মূল্যবান সম্পদ/শক্তিতে রুপান্তরিত হবে এবং বহুল আকাঙ্ক্ষিত বেকার সমস্যার সমাধান হবে।
পরিশেষে, উদ্যোক্তাগিরি'র মাধ্যমে বেকার সমস্যা সমাধানের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি সকলের সাহায্য-সহযোগিতা কামনা করছি। জয় বাংলা, জয় উদ্যোক্তাগিরি।
বি:দ্র: ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার মতামত গ্রহণযোগ্য! পোস্টটি ভাল লাগলে শেয়ার করুন! ধন্যবাদ।
Inspiration
উদ্যোক্তা ও ব্র্যান্ডিং
Inspiration
খুব সহজেই আপনার জীবনের ikigai খুঁজে বের করুন?
Inspiration
উদ্যোক্তা ও ব্র্যান্ডিং
Inspiration
খুব সহজেই আপনার জীবনের ikigai খুঁজে বের করুন?
Inspiration
10 Books To Read For Entrepreneurs