অনেকেই পরামর্শ চায় ৫/১০/১৫/২০ লাখ টাকা দিয়ে কি ব্যবসা করা যায় যেন হালাল ইনকাম হয়?
পরামর্শঃ ভাই/বোনেরা, প্রথমেই আমি নিজে একজন উদ্যোক্তা হিসেবে বলতে পারি ব্যবসা করতে হলে যে ব্যবসা করবেন সেটা সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে যেটাকে বলা হয় ডোমেইন নলেজ। কারণ ব্যবসা শব্দটা যতটা চার্মিং লাগে, ব্যবসা করাটা ততটা চার্মিং কিংবা সহজ কিন্তু নয়, ব্যবসা করা চাকরির চাইতে কঠিন!
ব্যবসা মূলত ২ ধরনেরঃ
১. পণ্য (প্রোডাক্ট বেজড) ব্যবসা
২. সেবা (সার্ভিস বেজড) ব্যবসা
এরপর আপনি কি অন্যের উৎপাদিত পণ্য বিক্রি করে ব্যবসা করতে চান নাকি নিজের উদ্ভাবনী পণ্য উৎপাদন করে ব্যবসা করতে চান সেটা গুরুত্বপূর্ণ পণ্য (প্রোডাক্ট বেজড) ব্যবসার জন্য!
অপরদিকে সেবামূলক ব্যবসার জন্য একই রকম ভাবে আপনি কি অন্যের তৈরি করা সেবা কাস্টোমারকে দিয়ে ব্যবসা করতে চান নাকি নিজের উদ্ভাবিত সেবা দিয়ে ব্যবসা করতে চান সেটা সমপরিমাণ গুরুত্বপূর্ণ সেবা (সার্ভিস বেজড) ব্যবসার জন্যও!
এরপর ব্যবসা বাছাই করতে হয় মার্কেটের চাহিদা ও যোগানের উপরে ভিত্তি করে!
বাংলাদেশের পারস্পেক্টিভে সবচেয়ে ভালো গতানুগতিক ব্যবসা (মেইনস্ট্রিম বিজনেস) চলে জেনারেল/ভ্যারাইটিজ/সুপার স্টোর, গার্মেন্টস, ফ্যাশন হাউস, ফুড শপ, ক্যাফে/রেস্টুরেন্ট, কসমেটিকস, স্টেশনারি, ফার্মেসি, মেডিক্যাল/হেলথকেয়ার সেক্টর ইত্যাদি!
বাংলাদেশে আপনি নির্দ্বিধায় যেটা করতে পারেন সেটা হলো কৃষি খামার টাইপের যেকোনো বিজনেস যেমন হাস-মুরগির খামার, কবুতরের খামার, গরু-ছাগলের খামার, মৎস্যখামার, ফলের বাগান, শাকসবজি,পেয়াজ, আলু ইত্যাদি চাষের খামার কিংবা অন্য যেকোনো পটেনশিয়াল কৃষি প্রোজেক্ট!
তাছাড়া আপনি চাইলে সহজ উপায় হলো আপনার নির্দিষ্ট পরিমাণ টাকা টি কয়েক ভাগে ভাগ করে ইনভেস্টমেন্ট করা যেমন কিছু টাকা অন্যের বিজনেসে ইনভেস্ট (অবশ্যই লিগাল ডকুমেন্টস নিতে হবে), কিছু টাকা দিয়ে গাড়ি (প্রাইভেট কার, মাইক্রোবাস, এম্বুলেন্স, ট্রাক ইত্যাদি) কিনে ভাড়া দিয়ে কিংবা ফ্লাট কিনে ভাড়া দিয়ে কিংবা জমি কিনে রেখে কিংবা সোনা কিনে স্টক করে বেশি দামে পরে বিক্রি করেও দীর্ঘমেয়াদি ব্যবসা করতে পারেন!
এখন আপনি যদি ভিন্ন কিছু করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে চান সেটার মার্কেট রিসার্চ করে খুব ভালো ভাবে একটা বিজনেস প্লান তৈরি করে তারপর ব্যবসায় নামতে হবে তানাহলে আপনি লস করবেন যেহেতু আপনার বিজনেস এক্সপেরিয়েন্সও নেই! আমি চাই আপনার কষ্টের টাকাটা যেন নষ্ট নাহয়, বরং সেই টাকাটা দিয়ে যেন আপনি ভালো একটা হালাল উপার্জনকারী ব্যবসা করতে পারেন!
এছাড়াও টাকা থাকলে করার আছে অনেক কিছু শুধু দরকার বুদ্ধি খাটিয়ে পটেনশিয়াল আইডিয়া বা জায়গা খুঁজে বের করা যেমন হতে পারে আপনি স্টার্টআপে ইনভেস্টমেন্ট করছেন কিংবা শেয়ারবাজার ইত্যাদি!
এখন বিষয় হল আপনি কি সাধারণ ব্যবসায়ী হতে চান নাকি উদ্যোক্তা হতে চান সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনার নেক্সট স্টেপ কি হবে এবং কিভাবে সেই ব্যবসার প্রসেসটা হবে!
একেবারে প্রাথমিক লেভেলের পরামর্শ দিলাম, আশা করি কাজে লাগবে। আপনি ব্যবসা সংক্রান্ত আরো প্রোফেশনাল লেভেলের পরামর্শ কিংবা কন্সাল্টেন্সি অথবা ইনোভেটিভ আইডিয়া সম্পর্কিত মেন্টরিং নিতে Uddoktagiri এর সাথে যোগোযোগ করতে পারেন hello@uddoktagiri.com / facebook.com/uddoktagiri / +8801978336582 (Uddoktagiri Hotline)
Inspiration
উদ্যোক্তা ও ব্র্যান্ডিং
Inspiration
খুব সহজেই আপনার জীবনের ikigai খুঁজে বের করুন?