উদ্যোক্তা হতে কিভাবে ব্যবসার জন্য পণ্য নির্বাচন করবেন?
উদ্যোক্তা হতে চাইলে হয় আপনার নিজের পণ্য থাকতে হবে নাহয় নিজস্ব সেবা প্রদান করতে হবে। তো আপনি যদি একজন পণ্যের উদ্যোক্তা হতে চান সেক্ষেত্রে ব্যবসার জন্য পন্য নির্বাচন করতে হলে আপনাকে কিছু তথ্য সংগ্রহ করতে হবে, আর তা হলো-
১. আপনি কোন এরিয়াতে ব্যবসা করবেন এবং সেই এলাকা কেমন সীমানা জুড়ে বিস্তৃত
২. সেই এলাকার জনসংখ্যার পরিমাণ কত
৩. টোটাল জনসংখ্যার কতভাগ ক্রেতা বা টার্গেট মার্কেট / কাস্টোমার
৪. ক্রেতাদের জীবনযাপন সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে হবে
৫. ক্রেতাদের আর্থিক আয়-ব্যায়ের সম্বন্ধেও ধারণা সংগ্রহ করতে হবে
৬. এই ক্রেতাদের মাঝে থেকে গড়ে কিছু মানুষকে আপনার ফলো করতে হবে তারা কি কি পণ্য বেশি কেনাকাটা করে থাকে তার একটা তালিকা তৈরী করতে হবে
৭. এই পণ্যগুলোর তালিকা থেকেই আপনার মূল কাজ শুরু করতে পারেন। এই তালিকা থেকে আপনি সিদ্ধান্ত নিবেন যে আপনি কি এই তালিকা ভূক্ত পণ্যগুলো থেকেই আপনার ব্যবসার পণ্য নির্বাচন করবেন নাকি এই পণ্যগুলোর বিকল্প কোন পণ্য কিংবা তালিকাভূক্ত পণ্যগুলোর চেয়ে নতুন ইনোভেটিভ কোন পণ্য যুক্ত করবেন
৮. পণ্যের কোয়ালিটি অবশ্যই স্ট্যান্ডার্ড ও ভালো হতে হবে
৯. সবশেষে আপনি যে পণ্য নির্বাচন করবেন তার একটি কম্পিটিটিভ বাজার মূল্য নির্ধারণ করবেন
১০. বাজার মূল্য এমন ভাবে নির্ধারণ করতে হবে ক্রেতা যেন তার অতীত অভিজ্ঞতা থেকে আপনার কাছে কিছুটা সাশ্রয়ী মূল্য পায়।
পরিশেষে বলতে চাই পণ্যের ক্ষেত্রে কোয়ালিটি সবার আগে, কোয়ালিটিতে কোন ছাড় দেওয়া যাবে না। কোয়ালিটিফুল পণ্যের পরে কাস্টোমারের চাহিদা হল রিজনেবল প্রাইস। মনে রাখবেন আর্থিকভাবে ক্রেতাকে মজা না দিতে পারলে আপনি ক্রেতা পাওয়া কিংবা ধরে রাখা নিয়ে মুশকিলে পড়বেন।
Inspiration
উদ্যোক্তা ও ব্র্যান্ডিং
Inspiration
খুব সহজেই আপনার জীবনের ikigai খুঁজে বের করুন?