Startup আর Small business কে অনেকেই আমরা না বুঝে একই মনে করি বা বলি!
স্টার্টআপ আর স্মল বিজনেসের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে যেটা আমরা হয়তোবা অনেকেই ক্লিয়ার নই! আর সেটা ক্লিয়ার করার উদ্দেশ্যেই আজকের এই ব্লগের অবতারণা।
There is a significant difference between a Startup and a Small business!
অনেকে ইমনে করে থাকেন, যেকোনো একটা ব্যবসার শুরু করা মানেই স্টার্টআপ (Startup)! যেহেতু Startup শব্দের মধ্যে Start আছে তাহলে তো শুরু করাই হোল তাই না!?!
না তাই না! যাই হোক এটা একটা ভুল ধারণা কারণ আমরা আসলে Startup এর সংজ্ঞাটাই ঠিকমতো জানিনা কিংবা যারা আমাদেরকে স্টার্টআপ করো, স্টার্টআপ
এইটা, স্টার্টআপ সেইটা বলে চিল্লায় তারাই হয়তোবা কোনভাবে পরিষ্কার করে স্টার্টআপ এর মিনিং টা ঠিকমতো আমাদেরকে বুঝিয়ে উঠতে পারেন না!
Business, Entrepreneurship এগুলো যেমন এক একটা টার্ম বা মেথডোলোজি,
ঠিক তেমনি Startup ও একটি টার্ম বা মেথডোলোজি!
যেমন কেউ আম বেচা শুরু করলেই সেটা স্টার্টআপ হয়ে যায় না! এরকম আম, কাঠালের ব্যবসা, ফেসবুক পেইজ বা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সেল করা, খাবারের
দোকান সেগুলো হল স্মল বিজনেস, নট স্টার্টআপ!
চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে কিংবা চকবাজার থেকে মাল কিনে বিক্রি করলেই যেমন
উদ্যোক্তা হয় না, তেমন যেকোনো ব্যবসা শুরু করলেই সেটা স্টার্টআপ হয়ে যায় না! স্টার্টআপ ইজ এ ডিফারেন্ট থিং!
উদ্যোক্তা শব্দটাকে পচিয়েছে কিছু অসাধু ব্যক্তি যারা নিজেরাই উদ্যোক্তার সংজ্ঞাটা ঠিকমতো
জানেন না কিংবা নিজে উদ্যোক্তা না! ঠিক তেমনিভাবেই স্টার্টআপ শব্দটাকে পচিয়ে ফেলা
হচ্ছে যদু মধু কদু সব ব্যবসাকেই স্টার্টআপ বলে বলে!
স্মল বিজনেস উদাহরণঃ মেইনস্ট্রিম ব্যবসা যেমন ফুড শপ, বিভিন্ন এফ-কমার্স, বিভিন্ন পণ্যের স্টোর কিংবা গতানুগতিক ই-কমার্স ইত্যাদি
Stop saying your small business as a startup!
স্মল বিজনেস স্মল বিজনেসই, সেটাকে জোর করে স্টার্টআপ বানানো সম্ভব নয়!
কারণ সকল স্টার্টআপই বিজনেস কিন্তু সকল বিজনেসই স্টার্টআপ নয়!
In one sentence, Startup should be a technology based innovative problem solving business which has scalability and exponential growth potential!
স্টার্টআপ উদাহরণঃ ইনোভেটিভ টেকনোলজি বেজড প্রব্লেম সলভিং ব্যবসা যেমন Pataho,
Shohoz, Foodpanda, Zantrik, Hellotask, Truck Lugbe, Sheba.xyz, Handymama, e-Courier, Uber, Zoom, AirBnB, Slack etc.
আমি কোন ব্যবসাকে ছোট করছি না, ব্যবসা সর্বোত্তম পেশা কিন্তু আমি একটু সোচ্চার হলাম স্মল বিজনেস আর স্টার্টআপ এর মধ্যকার পার্থক্যটা ক্লিয়ার করে দেওয়ার জন্য যেহেতু আমি রিয়েল স্টার্টআপ এর একজন টিম মেম্বার এবং স্টার্টআপ অন্ট্রাপ্রেনারশিপের একজন নিয়মিত ছাত্র।
Small business is risky! Startup is super risky!
স্টার্টআপ এতো সহজ ব্যাপার নয়! স্টার্টআপ করা কঠিন! আই রিপিট - স্টার্টআপ কঠিন!
স্টার্টআপ ইজ এ ননকনভেনশনাল থিং! কিন্তু কঠিন মানে আবার ইম্পসিবল নয়! Impossible নিজেই বলে I'm possible! ইউ হ্যাভ টু বুঝতে হবে ইট'স ডিফিকাল্ট বাট হাইলি পসিবল টু মেক ইট হ্যাপেন! এন্ড আই বিলিভ ইউ ক্যান ডু ইট! (একটু মোটিভেশান দিয়ে দিলাম আরকি!)
যেহেতু বেশিরভাগ জন স্টার্টআপ আর স্মল বিজেনেসের মধ্যে তালগোল পাকিয়ে ফেলে সেজন্যই এই গুরুদায়িত্ব টি নিজ কাধে তুলে নিয়ে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা। আশা করি
মাথায় ঢুকেছে এবং আর কোনদিন তালগোল পাকাবেন না নিশ্চয়ই!
Thank you for not saying your small business as a startup anymore! All the superbest!
Startup vs Small Business পার্ট -২ তে Startup আর Small Business এর
মধ্যকার পার্থক্যগুলোকে পয়েন্ট আকারে তুলে ধরা হবে।
Inspiration
উদ্যোক্তা ও ব্র্যান্ডিং
Inspiration
খুব সহজেই আপনার জীবনের ikigai খুঁজে বের করুন?