বাংলাদেশের কালচারের পরিপ্রেক্ষিতে স্টার্টআপ বিল্ড করার চেষ্টা থেকে শেখা কিছু রিয়েল লাইফ অভিজ্ঞতার আলোকে ১০ টি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছেন যান্ত্রিক এর ফাউন্ডার এন্ড সিইও আল-ফারুক শুভ। যারা নতুন স্টার্টআপ ফাউন্ডার বা কো-ফাউন্ডার তাদের অনেকের কাজে লাগতে পারেঃ
১) শুরুতে যে আইডিয়া কিংবা বিজনেস মডেল দিয়ে আপনার বিশ্বাস আপনি বিশ্বজয় করে ফেলবেন, ৯৯% সম্ভাবনা যে ৬ মাসের মাথায় সেই বিজনেস মডেল পুরোপুরি বদলে যাবে।
২) স্টার্টআপ ফেইল করবে কি না সাকসেস পাবে এটি ৯০% ই নির্ভর করে ফাউন্ডারের ডেডিকেশনের উপর। বাকি সব কিছুর গুরুত্ব ১০%।
৩) শুরুতে অতিরিক্ত ইকুইটি দিয়ে বেশি ইনভেস্টমেন্ট নেয়া (বিশেষত "Dumb money") একটা "স্টার্টআপ কিলার"। এটা করা যাবেনা। ন্যুনতম পরিমাণ ইনভেস্টমেন্ট নিন, ন্যুনতম ইকুইটি সেল করুন।
৪) আপনার স্টার্টআপ এর বিজনেস মডেল যদি যথেস্ট সংখ্যক মানুষের কোন "সিরিয়াস সমস্যার" সমাধান না করতে পারে, তাহলে আপনি ভুল কাজে এফোর্ট দিচ্ছেন। অন্য কিছু করুন।
৫) প্রোডাক্ট কিংবা সার্ভিস এর কোয়ালিটি সবাই চায়, কিন্তু সেজন্য ৯৯% মানুষই অতিরিক্ত পেমেন্ট করতে চায়না। কাজেই, দিনশেষে আপনি কাস্টমার দের "ডিল" দেবার চেস্টা করুন, নাহলে আপনার সার্ভিস/প্রোডাক্ট সেল হবেনা।
৬) সেলস ম্যাটার্স। আপনার অসাধারণ আইডিয়া/প্রোডাক্ট/বিজনেস মডেল/প্রচুর ইনভেস্টমেন্ট/পুরস্কার, এসবের তেমন কোন গুরুত্ব নেই। কিভাবে সেল করতে হবে সেটি বের করুন, এবং প্রচুর সেল করুন।
৭) আপনি যদি ঠিকভাবে আপনার বিজনেস কে পিচ করতে না পারেন (শুধু ইনভেস্টর নয়, সবার কাছে), আপনার স্টার্টআপ এর সাকসেস পাবার সম্ভাবনা কমে যাবে। পিচ করতে শিখুন।
৮) অন্য কেউ যেটা করছে, আপনিও সেটা করতে পারেন, কিন্তু আল্লাহর ওয়াস্তে একই ভাবে না করে ভিন্নভাবে করুন, আর তা না করতে পারলে যত দ্রুত সম্ভব এই বিজনেস বন্ধ করে অন্য কিছু করুন।
৯) অনেক কিছু আধাআধি করার চেস্টা না করে একটা কিছু আগে সবচে ভাল ভাবে করার চেস্টা করুন। সেটাতে সফল হলে এরপর অন্য কিছু যোগ করুন।
১০) স্টার্টআপকে জাস্ট একটা অপশন কিংবা বিজনেস নয়, নিজের লাইফ মিশন বানান। পরিবার কিংবা পরিজনকে আপনার মিশন পরিস্কার ভাবে বুঝিয়ে বলুন। স্টার্টআপকে হয় আপনার ২০০% দিন, অথবা ০%। এর মাঝামাঝি কিছুতেই নয়।
এই ১০ টি টিপস বাংলাদেশে স্টার্টআপ তৈরি করার ক্ষেত্রে নতুন হতে চাওয়া উদ্যোক্তাদের এবং বর্তমান রানিং স্টার্টআপ ফাউন্ডার/কো-ফাউন্ডারদের কাজে দিবে বলে আশাবাদী।
Inspiration
উদ্যোক্তা ও ব্র্যান্ডিং
Inspiration
খুব সহজেই আপনার জীবনের ikigai খুঁজে বের করুন?