স্টার্ট আপ ব্যবসার যে বিষয়টি নিয়ে উদ্যোক্তাদের সবচাইতে বেশি চিন্তা করতে হয় তা হল ইনভেস্টমেন্ট। তাই আজ উদ্যোক্তাদের জন্য উদ্যোক্তাগিরি-এর এই আর্টিকেল। প্রথমেই জেনে রাখা ভাল, ইনভেস্টররা ইনভেস্টমেন্ট করার আগে ভালো আইডিয়া আর ভাল একটা টিম চায়। পরিসংখ্যান অনুযায়ী, ১০০ টি ইনভেস্টমেন্ট এর মধ্যে কেবল মাত্র ১০ টি আইডিয়া সফল্যের মুখ দেখে। চলুন এইবার এই বিষয় নিয়ে বিশদ আলোচনা করা যাক। প্রতি ১০০০ আইডিয়া শোনার পরে একজন ইনভেস্টর মাত্র ১০০ টি আইডিয়াতে ইনভেস্ট করে। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে একজন নতুন উদ্যোক্তার জন্য ইনভেস্টমেন্ট ম্যানেজ করা কতটা কঠিন। কিন্তু একজন উদ্যোক্তার এই পরিসংখ্যান দেখে হাল ছেড়ে দিলে চলবে না। আপনাকে আইডিয়াটিকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যেন ইনভেস্টরের মাথা ঘুরে যায়। তার যেন মনে হয় যে তিনি আপনার আইডিয়াটিকেই ইনভেস্ট করার জন্য বসে ছিলেন। তো চলুন দেখে নেয়া যাক ইনভেস্টমেন্ট পাবার ১৩ টি সহজ উপায়।
ইনভেস্টমেন্ট পেতে চাইলে আইডিয়া পিচিং এর সময় যে সকল কোর কম্পনেন্ট নিয়ে আলোচনা করতে হবে আজকে আমরা তা জানব।
৪। আপনার পণ্য বা সেবাটি কি তা সঠিকভাবে ব্যাখ্যা করুন।
চেষ্টা করুন ইনভেস্টরকে আপনার পণ্যটির একটি ছবি দেখাতে, সম্ভব হলে আইডিয়া পিচ করার আগে একটি প্রোটোটাইপ সাথে করে নিয়ে যাবেন। তবে প্রোডাক্ট এর চাইতে ইনভেস্টরের কাছে বেশি গুরুত্বপূর্ণ হল , এই প্রোডাক্ট কত তারাতারি রিটার্ন অব ইনভেস্টমেন্ট নিয়ে আসবে। যত দ্রুত আপনি ইনভেস্টকে প্রফিট দেখাতে পারবেন ততই ভালো।
৫। আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ইউনিক দিকটি তুলে ধরুন।
যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ইউনিক কোন ফিচার না থাকে তাহলে অযথা ইনভেস্টরের সাথে দেখা করতে যাবেন না। কারন এতে আপনাদের দুজনেরই মূল্যবান সময় নষ্ট হবে। তারচাইতে নতুন ইউনিক কোন প্রোডাক্ট বা সার্ভিস ডিজাইন করুন।
৬। ইনভেস্টরকে আপনার টার্গেটেড কাস্টমার সম্পর্কে সঠিক ধারনা দিন ।
আপনার কাস্টমারদের চিহ্নিত করার জন্য ডেমোগ্রাফিক এবং সাইকোগ্রাফিক বৈশিষ্ট্যগুলি ব্যবহার করুন। ইনভেস্টরকে প্রাসঙ্গিক তথ্য উপাত্তসহ একটি ফাইল পড়তে দিন। যা থেকে উনি আপনার টার্গেটেড কাস্টমার সম্পর্কে সঠিক ধারনা পাবেন।
আর্টিকেল এর পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন।
Inspiration
উদ্যোক্তা ও ব্র্যান্ডিং
Inspiration
খুব সহজেই আপনার জীবনের ikigai খুঁজে বের করুন?